পিএফে ৮.৫% করে সুদ, আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হল দেখবেন কী করে?

Fri, 01 Jan 2021-11:05 am,

নিজস্ব প্রতিবেদন:  প্রভিডেন্ট ফান্ডে পাওয়া যাবে ৮.৫% সুদ। শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বৃহস্পতিবার জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ৮.৫% সুদ সদস্যদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।  

তবে এটি নতুন বছরের সুখবর কিনা তা নিয়ে একাংশের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ, তাদের মতে, এটি হকের টাকা, যা দেওয়া নিয়ে বহুদিন ধরে অনিশ্চিয়তা প্রকাশ করে আসছিল সরকার। 

সুদ ধার্যের নিয়মটি জেনে নিন এক ঝলকে। পিএফ তহবিলের লগ্নি থেকে আয়ের ভিত্তিতে সুদের হার ঠিক হয়। এই সুদের টাকা কত হবে তা ঠিক করতে প্রতি বছরের রোজগার যাচাই করা হয়। 

শ্রম মন্ত্রকের তরফে অনুমোদনক্রমে সুদ ঘোষণা করার আগে প্রথমে অছি পরিষদ হার স্থির করে।৫ মার্চ অছি পরিষদের বৈঠকে ঠিক হয় ৮.৫%  সুদ দেওয়া হবে। 

জানা গিয়েছে, পিএফের লগ্নি থেকে আয় কমার পাশাপাশি টাকা না থাকার কারণে সুদ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি অর্থ মন্ত্রক।

কী ভাবে দেখবেন পিএফের সুদ সহ কত টাকা ঢুকল আপনার অ্যাকাউন্টে? 

১) আপনার স্মার্টফোনে প্রথমে ‘উমঙ্গ’ (Umang) অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার পিএফ পাস বইয়ের ব্যালেন্স দেখতে পারবেন। প্রয়োজনে টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে মোবাইল ভেরিফিকেশন (প্রথমবারের জন্যই) সেরে ফেলতে হবে।

২) কেন্দ্রীয় সরকারি ইপিএফও পোর্টাল থেকেও আপনি আপনার পিএফ ব্যালেন্স দেখতে পারবেন। এর জন্য www.epfindia.gov.in –এই লিঙ্কে ক্লিক করুন। এর পর ‘’ ‘আওয়ার সার্ভিস’-এর অন্তর্গত ‘ফর এমপ্লয়িজ’ অপশনে ক্লিক করুন। এ বার এখানে ‘সার্ভিস’-এর অন্তর্গত ‘মেম্বার পাসবুক’-এ ক্লিক করুন। এখানে নিজের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) বা পিএফ নম্বর দিয়ে দেখে নিন আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমেছে।

 

৩) আপনার মোবাইল ফোন থেকে EPFOHO UAN ENG টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) আপনার ব্যাঙ্ক বা আধারের সঙ্গে যুক্ত থাকলে তবেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পিএফ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাবেন। এখানে ENG-র অর্থ English। কোন ভাষায় এসএমএস পেতে চাইছেন, সেই অনুযায়ী EPFOHO UAN-এর পর ENG অথবা বাংলা ভাষার জন্য BEN টাইপ করে পাঠান।

৪) ইপিএফও পোর্টাল-এ আপনার রেজিস্ট্রেশন করা থাকলে শুধুমাত্র মিসড কল দিয়েও আপনি জেনে নিতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। এর জন্য মিসড কল করুন ০১১-২২৯০-১৪০৬ নম্বরে। তবে এ ক্ষেত্রেও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) আপনার ব্যাঙ্ক বা আধারের সঙ্গে যুক্ত থাকলে তবেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পিএফ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাবেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link