মনোনয়ন জমা দিয়েই লক্ষ্য স্থির করে ফেললেন নতুন বোর্ড প্রেসিডেন্ট
সর্বসম্মতিতে ক্ষমতায় সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় BCCI-এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। সোমবার মনোনয়ন জমা দিলেন। ২৩ অক্টোবর থেকে দাযিত্বভার গ্রহণ করবেন তিনি।
সোমবার মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে মনোনয়নপত্র জমা দিয়ে কয়েকটা বিষয় পরিস্কার করে দিলেন BCCI-এর নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বোর্ডের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী সৌরভ বলেন, ''আমি দেশের হয়ে খেলেছি, দেশকে নেতৃত্ব দিয়েছি। এবং এমন একটা সময়ে আমি বিসিসিআই-এর দায়িত্ব নিচ্ছি, যখন দেখা যাচ্ছে শেষ তিন বছরে খুব একটা ভালো অবস্থায় নেই বিসিসিআই। বোর্ডের ভাবমূর্তি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আমার কাছে একটা দারুণ সুযোগ এসেছে, ভাল কিছু করার।''
প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা প্রসঙ্গে নয়া বোর্ড প্রেসিডেন্ট বলেন, '' আমাদের দেশের বেশিরবাগ প্রথমশ্রেণির ক্রিকেটাররা আর্থিক নিরাপত্তায় ভোগেন। গত তিন বছরে সিওএ-কে এই বিষয়ে বলা হয়েছে। কিন্তু তেমন কিছুই হয়নি। তবে এবার এই বিষয়ে আলোচনা করার সময় এসে গিয়েছে।''
স্বার্থের সংঘাত ইস্যু নিয়েও মুখ খোলেন নতুন বোর্ড সভাপতি। তিনি বলেন, ''গত ৩৩ মাসে স্বার্থের সংঘাত ইস্যুতে তোলপাড় হয়েছে। একাধিক নামি ক্রিকেটারদের জড়ানো হয়েছে। এবার এই ইস্যু নিয়ে জোরদার আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছোনোর সময় হয়েছে।''