রাজস্থান, ছত্তীসগঢ়ে বহু যোজন এগিয়ে কংগ্রেস, মধ্যপ্রদেশে কড়া টক্কর

Tue, 11 Dec 2018-10:03 am,

পাঁচটি রাজ্যের মোট ৬৭৯টি বিধানসভা ভোটে চলছে ভোটগণনা। লোকসভা ভোটের আগে এই নির্বাচন কার্যত সেমিফাইনাল। আর সেমিফাইনালে চলছে জোর টক্কর।

বুথ ফেরত সমীক্ষা মিলিয়েই রাজস্থানে এগিয়ে গিয়েছে কংগ্রেস। অনেকটাই পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। বলে রাখি, গত ২৫ ধরে রাজস্থানে প্রতি পাঁচবছর অন্তর সরকার পরিবর্তন হয়। ৯৪টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে ৭২টি আসনে এগিয়ে থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি।  

ছত্তীসগঢ়ে ম্যাজিক সংখ্যা পার করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই ৪৮টি আসনে এগিয়ে গিয়েছে রাহুল গান্ধীর দল।  

অন্যদিকে, মধ্যপ্রদেশে চলছে জোর টক্কর। মধ্যপ্রদেশে ১১১টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। ১০৭টি আসনে এগিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস।

তেলেঙ্গানায় ৮২ আসনে এগিয়ে থেকে জাদু সংখ্যা পার করে দিয়েছে টিআরএস। মাত্র ১২টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি ৪টি আসনে। 

মিজোরামে আবার এমএনএফের চেয়ে পিছিয়ে পড়েছে কংগ্রেস। এমএনএফ ২২টি আসনে এগিয়ে। ১০ আসনে এগিয়ে কংগ্রেস।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link