ভোট প্রচারে বেরিয়ে নাগিন ড্যান্স কংগ্রেসের নাগরাজের
কর্নাটকের চিকবল্লাপুর লোকসভা আসন। প্রার্থী হয়েছেন কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন বীরাপ্পা মইলি।
তাঁর হয়ে প্রচারে বেরিয়ে সবাইকে চমকে দিলেন কর্নাটকে কুমারস্বামী সরকারের মন্ত্রী এমটিভি নাগরাজ। ভোটারদের মন জয়ে তিনি রাস্তাতেই শুরু করে দিলেন নাগিন ড্যান্স।
নাগরাজ কর্নাটকের হোস্টেকর বিধায়ক। কংগ্রেসের টিকিটে জিতে তিনি এবার মন্ত্রিত্ব পেয়েছেন। সম্প্রতি প্রচারে বেরিয়ে তাঁর এই কীর্তির জেরে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন।
ভোটারদের মন পেতে অনেকে অনেক কিছুই করেন। অনেক ধরনের প্রতিশ্রুতি দেন। অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী হয়ে গান গাইতেও দেখা গিয়েছে। তা বলে রাজনৈতিক নেতা প্রচারে নেমে নাগিন ড্যান্স করছেন, তা অভিনবই বটে।
নাগরাজ অবশ্য এর আগেও খবরের শিরোনামে এসেছেন। তাঁর বাড়িতে আয়কর দফতর হানাও দিয়েছিল। মানুষের নজর ওই ইস্যু থেকে ঘোরাতেই নাগরাজ নেচে বেড়াচ্ছে বলে বিরোধীদের অভিযোগ।
১৮ এপ্রিল ওই কেন্দ্রে নির্বাচন। আগেরবারও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন বীরাপ্পা মইলি। এবারও তিনি সেখানেই লড়ছেন।