বিজেপি বিধায়কের মৃত্যুর পর গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের

Sat, 16 Mar 2019-8:05 pm,

লোকসভা ভোটের আগে গোয়ায় জমে উঠেছে রাজনীতির খেল। রাজ্যপালকে লেখা চিঠিতে কংগ্রেস দাবি করেছেন, রাজ্যে প্রয়োজনীয় সংখ্যা নেই বিজেপির কাছে।

রাজ্যপাল মৃদুলা সিনহাকে লেখা পত্রে বিরোধী নেতা কংগ্রেসের চন্দ্রকান্ত কাভলেকর গাবি করেছেন, বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজার মত্যুর পর সংখ্যালঘু হয়ে পড়েছে সরকার। এর আগে ইস্তফা দেন দুই বিধায়ক সুভাষ শিরোদকর ও দয়ানন্দ সোপতে। 

কংগ্রেসের দাবি, অবিলম্বে বরখাস্ত করা হোক সরকারকে। রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা হলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

বর্তমানে গোয়া বিধানসভার সদস্য সংখ্যা ৪০ থেকে কমে দাঁড়িয়েছে ৩৭। কংগ্রেসের হাতে চলছে ১৪জন বিধায়ক। তার আগে কংগ্রেসের দুই বিধায়ক সোপতে ও শিরোদকর বিজেপিতে যোগ দেন। 

 

অন্যদিকে বিজেপির রয়েছে ১৩ জন বিধায়ক। তবে গেরুয়া শিবিরে রয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্র গোমন্তক পার্টির ৩ জন করে বিধায়ক। এক নিরপেক্ষ বিধায়কও সমর্থন করেছেন বিজেপিকে। 

অন্যদিকে এনসিপি-র ১জন বিধায়কের সমর্থন পেয়েছে কংগ্রেস। ফলে অঙ্কের হিসেবে এখনও ২২জন বিধায়কের সমর্থন রয়েছে এনডিএ-র।

সোপতে, শিরোদকর ও ডিসুজার আসনে উপনির্বাচন হতে চলেছে ২৩ এপ্রিল।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link