সিবিআই দফতরে `হানা` কংগ্রেসের, গ্রেফতার রাহুল (ছবি)
সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই দেশ জুড়ে বিভিন্ন সিবিআইয়ের কার্যালয়ের সমানে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সমর্থকরা।
লখনউ, মুম্বই, তেলেঙ্গানা, চণ্ডীগড়ে সিবিআই কার্যালয়ে কোথাও অবস্থান বিক্ষোভ, কোথাও বা পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন কংগ্রেস সমর্থকরা
শুক্রবার সমর্থকদের নিয়ে দিল্লির দায়াল সিং কলেজ থেকে লোধি রোডে সিবিআই কার্যালয়ে যান রাহুল। সেখান থেকেই বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেসের সভাপতি।
কংগ্রেসের সঙ্গে ছিলেন আপ, তৃণমূল, সিপিএম সমর্থকরাও।
সিবিআই সদর দফতরের মুখে কংগ্রেস সমর্থকদের আটক দেয় পুলিস। বেশকিছু বিক্ষোভকারীকে গাড়িতে তোলা হয়। গ্রেফতার বরণ করেন রাহুল। তাঁকে লোধি রোড থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে রাহুল বলেন, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। তা সে সিবিআই হোক বা নির্বাচন কমিশন।
এ দিন আরও বলেন, এর জন্যই আমরা বলি দেশের চৌকিদার চোর। উনি অনিল আম্বানির পকেটে ৩০,০০০ কোটি টাকা ঢুকিয়ে দিয়েছেন।
রাহুলের দাবি, কংগ্রেস চৌকিদারকে চুরি করতে দেব না। সব বিরোধীরাও তা করতে দেব না।