এসি ছাড়া গরমে নাজেহাল? গরমে এয়ারকন্ডিশনার ছাড়াই ঘর রাখুন ঠান্ডা
নিজস্ব প্রতিবেদন: জেনে নিন, এয়ারকন্ডিশনার ছাড়াই কীভাবে ঘরকে ঠান্ডা রাখবেন। দুপুরের সময় ঘরের দক্ষিণ ও পশ্চিম জানালা বন্ধ করে দেবেন। যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা বা উইন্ডো ব্লাইন্ড টেনে রাখুন।
খেয়াল করুন আপনার ঘরে কোন জানলা দিয়ে সবচেয়ে বেশি হাওয়া-বাতাস খেলে এমন জানলা বা দরজা থাকলে সেটি খোলা রাখুন, এতে গুমোটভাব বেড়িয়ে যাবে।
ঘরের জানলাগুলোতে ছায়ার জন্য বাইরে থেকে সানশেড না থাকলে, সানশেড বা ছাউনির ব্যবস্থা করুন। গাছ লাগানোর মত ব্যবস্থা থাকলে ঘরের চারপাশে গাছপালা লাগান।
বিছানার চাদর বদলান। গরমের মসয় আপনার ঘরের বিছানায় মোটা বা কারুকাজ আছে এমন চাদর পাতবেন না। সাদা বা হালকা রঙের কাপড় তাপ শোষণ করে না বরং প্রতিফলিত করে এমন চাদর পাতুন।
সাদা রঙ আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিহত করে প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই চেষ্টা করবেন ছাদে সাদা রঙের পেইন্টিং করাতে।
কম্পিউটার, ল্যাপটপ, টিভি প্রচুর তাপ উৎপন্ন করে যা ঘরকে গরম করে ফেলে। তাই খুব প্রয়োজন না হলে কম্পিউটার, ল্যাপটপ, টিভি বন্ধ করে রাখুন।
বেশ কিছু ইন্ডোর প্লান্ট রয়েছে, যা বাড়ির মধ্যে রাখলে ঘর ঠান্ডা থাকে। যেমন অ্যালোভেরা, বস্টন ফার্ন, স্নেক প্লান্ট, উইপিং ফিগ, অ্যারিকা পাম ইত্যাদি। ঘরের বাতাসকেও শুদ্ধ করে এই গাছগুলি।
ঘর যথাসম্ভব পরিস্কার রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার অল্পকিছুক্ষণের জন্য ঘরের সমস্ত জানলা ও দরজা খুলে রাখুন।