ভরা বাসস্ট্যান্ডে ব্যাগ খুলতেই উদ্ধার লাখ টাকার তক্ষক
নিজস্ব প্রতিবেদন: নিউটাউন বাসস্ট্যান্ড থেকে দুটি বড় মাপের তক্ষক সহ একজনকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।
পুলিস সূত্রে খবর, লক্ষাধিক টাকার ডিল হয়েছিল। বিক্রি করার উদ্দেশে নিয়ে আসা হয়েছিল তক্ষকগুলি।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন বাসস্ট্যান্ডে হানা দেয়।
সেখানে এক ব্যক্তিকে একটি ব্যাগ সহ ঘুরতে দেখা যায়। তাঁকে ধরার পরই তাঁর ব্যাগ থেকে দুটি বড়ো মাপের তক্ষক উদ্ধার হয়।
তক্ষক দুটি কার কাছে বিক্রি করার কথা ছিল, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তক্ষক দুটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।