স্কুল খুলতেই করোনা আক্রান্ত ছাত্রছাত্রীরা, কোয়ারেন্টাইনে প্রায় ১০০ জন

Sat, 08 Aug 2020-12:27 pm,

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে বিশ্বে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও স্কুলে ক্লাস চালু করায় জোর দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাধ্য হয়ে গত মাসে স্কুল খোলার অনুমোদন ও গাইডলাইন প্রকাশ করে সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। চলতি সপ্তাহে তাই পুনরায় ক্লাসও শুরু করে দেয় কিছু স্কুল। আর তারপরেই দুঃসংবাদ।

মিসিসিপিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম হটস্পট (২২ শতাংশ পজিটিভিটি রেট)। সেখানেও চালু হয় স্কুল। করিন্থের বিভিন্ন স্কুলে ক্লাস শুরুর পরপরই অসুস্থ হয় মোট ৮ জন ছাত্রছাত্রী। এরপরই তড়িঘড়ি তাদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।

 

অ্যালকর্ণের করিন্থ শহরে এই মুহূর্তে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা ভাইরাস। তার উপর স্বাস্থ্য ব্যবস্থাও যথেষ্ট চাপে। এমন পরিস্থিতিতে স্কুল খোলার প্রতিবাদের সরব হয়েছেন অভিভাবকদের একাংশ।

 

স্কুল চালু হয়ে গেলে পড়াশোনা, পরীক্ষা এগিয়ে যাবে, এই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য হন অনেক অভিভাবক। 

যদিও মিসিসিপির গভর্নরের বক্তব্য, "আমরা পজিটিভ কেসগুলো চিহ্নিত করেছি। বাকিদেরও ট্রেস করেছি সফলভাবে। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link