অশনি সংকেত, দেশে ফের ১ কোটি ছাড়াল করোনা সংক্রমণ, রাজ্যে ১ দিনে আক্রান্ত ১,৭৩৬

Sun, 04 Apr 2021-9:30 am,

দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ফের এক কোটি পেরলো। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৮৯,১২৯ জন এবং মৃত ৭১৪ জন। এখন মোট সংক্রমিতের সংখ্যা এক কোটি, ২৩ লক্ষ, ৯২ হাজার ২৬০ জন।   

মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার, ১১০ জনের। তবে সুস্থ হয়েছেন এক কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ২৪১ জন। মহারাষ্ট্রে এবারও তুঙ্গে সংক্রমণ।  সেখানে মোট সংক্রমিত ৪৯ হাজার ৪৪৭ জন। শুধু মুম্বইতেই ৯ হাজার ৯০ জন সংক্রমিত। রাজ্য সরকার ঘোষণা করেছে-প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীদের সরাসরি পাশ করাতে হবে। 

 

পুনেতে আগামী ৯ তারিখ পর্যন্ত সব ধর্মীয় স্থান  এবং আগামী সাতদিন সব রেস্তোরাঁ বন্ধ থাকবে। কোভিড বিধি লঙ্ঘন করলে এক হাজার টাকা জরিমানা। দিল্লিতে এখন চিকিত্সা চলছে ১২ হাজার ৬৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। ওড়িশার ১০টি শহরে আগামী পাঁচ তারিখ পর্যন্ত নাইট কার্ফু জারি করেছে সরকার। আগামী ১০ তারিখ পর্যন্ত সব স্কুল, কলেজ বন্ধ এবং সারা মাসজুড়ে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিহার সরকার।    

 

রাজ্যেও বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে,গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩৬ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ৫২৮। 

 

পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় পাঁচ শতাংশে। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে পাঁচজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ভোটের বাংলায় হু হু করে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিত্‍সকরা। মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও দূরত্ব বজায় রাখতে বার বার সতর্ক করা হচ্ছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link