করোনার জেরে সই হল না! পেনশনের কী হবে? চিন্তায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা
অঞ্জন রায়: আজ ৩১ মার্চ। চলতি অর্থবর্ষের শেষ দিন। আগামিকাল থেকে শুরু নতুন অর্থবর্ষ।
আজ সরকারি অফিসে বহু কর্মীরই ছিল কর্মজীবনের শেষ দিন। আগামিকাল থেকে শুরু অবসর জীবন।
নিয়ম অনুসারে শেষ দিনে হাজিরা খাতায় সই করতে হয়। এখন করোনার জেরে লকডাউনের ফলে অনেকেই ঘরবন্দি।
শেষদিনে উপস্থিত থেকে হাজিরা খাতায় সই করতে পারলেন না তাঁরা। আর এর ফলেই আতঙ্ক ছড়িয়েছে।
কী হবে এক্ষেত্রে? পেনশন কীভাবে পাওয়া যাবে? এমন হাজারো প্রশ্নে উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত কর্মীরা।