জানুয়ারি-জুলাইয়ের মধ্যে মিলবে কোভিড ভ্যাকসিন, অসমকে তৈরি থাকতে বলল কেন্দ্র

Wed, 14 Oct 2020-2:24 pm,

আগামী বছরের শুরুতেই ভারতের বাজারে এসে যাবে একাধিক কোভিড ভ্যাকসিন। ওই ভ্যাকসিনের উত্পাদন ও বন্টনের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কিন্তু সেই ভ্যাকসিন প্রথম পাবে কে!

মঙ্গলবার অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, কেন্দ্র অসম সরকারকে জানিয়েছে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। এর জন্য যেন তৈরি থাকে রাজ্য।

হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমে বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের বলেছে প্রথমে কোভিড মোকাবিলায় যেসব ফ্রন্টলাইন ওয়ার্কার কাজ করছেন এবাং ৬০ বছরের বেশি বয়সের মানুষজনকে করোনার টিকা দেওয়া হবে। আগামী বছর জানুায়ারি থেকে জুলাইয়ের মধ্য়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

 

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ৬-৭টি ভ্যাকসিন পাওয়া যাবে বলে মনে করছে কেন্দ্র। 

বিশ্ব জুড়ে ৩৮টি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ৯৩টি করোনা টিকার প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও শোনা গিয়েছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে একটি নির্দিষ্ট সংস্থার টিকার উপর ভরসা করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমরা বেশ কয়েকটি কোভিড-১৯ প্রতিষেধক ব্যবহারের পথ খোলা রাখছি।'

আগে হর্ষ বর্ধন জানিয়েছিলেন, কেন্দ্রের প্রাথমিক পরিকল্পনা, প্রথম দফায়, জুলাই মাসের মধ্যে অন্তত ২০-২৫ কোটি ভারতীয়দের ভ্যাকসিনের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে চাই অন্তত ৪০-৫০ কোটি ভ্যাকসিন। হর্ষ বর্ধন চাইছেন, ভারতীয়রা সিঙ্গল ডোজ ভ্যাকসিনই পান। যদিও তিনি এ কথাও জানান, অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য যে পরিমাণ অ্যান্টিবডি দরকার হয় সিঙ্গল ডোজে তা মেলে না।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link