গত একদিনে বাংলায় করোনা সংক্রমণ ৩,৪৫৯ জনের, পাল্লা দিচ্ছে করোনাজয়ীরাও
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৪৫৯ জন। অন্যদিকে, সুস্থ হলেন ৩,৪৮৭ জন। ফলে সংক্রমণের গতি লক্ষ্যনীয়ভাবে না কমলেও সুস্থতার হার চোখে পড়ার মতো।
রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪,৭৭,৪৪৬ জন। সুস্থ হয়েছেন ৪,৪৪,৫৮৭ জন। সুস্থতার হার ৯৩.১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫২ জন। এনিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন মোট ৮,৩২২ জন।
গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হলেন ৯৯,৩৩১ জন।
অন্যদিকে, গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত ৮৯০ জন, মৃত্যু ১৪ জনের।