গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনাজয়ীর সংখ্যা, সুস্থতার হার ৯২ শতাংশেরও বেশি

Wed, 18 Nov 2020-10:12 pm,

গত একদিনে রাজ্যে করোনামুক্ত হলেন ৪,৪২৯ জন। মঙ্গলবার এই সংখ্য়া ছিল ৪,৩৮৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হলেন ৪,০৭,৭৬৯ জন। সুস্থতার হার ৯২.২৮ শতাংশ।

 

এদিকে গত ২-৩ দিন ধরে সামান্য হলেও বাড়ছে দৈনিক সংক্রমিত রোগীর সংখ্যা। গত একদিন রাজ্যে করোনা আত্রান্ত হয়েছেন ৩,৬৬৮ জন। মঙ্গলবার তা ছিল ৩,৬৫৪। সোমবার ছিল ৩,০১২। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৪,৪১,৮৮৫।

বেশ কিছুদিন ধরেই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশের নীচে নামছে না। গত একদিনেও রাজ্য করোনার শিকার হয়েছেন ৫৪ জন। দৈনিক মৃতের সংখ্যা ৫০-৫৫ মধ্যে ঘোরাফেরা করছে কয়েকদিন ধরেই। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী এখনও পর্যন্ত বাংলায় করোনার শিকার হয়েছেন ৭,৮২০ জন।

রাজ্যের ১০১ হাসপাতালে এখনও পর্যন্ত করোনার চিকিত্সা চলছে। এর মধ্যে সরকারি হাসপাতাল ৪৪টি।

এদিকে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৬,৩৭৮ জন, মৃত ২,৪৫৯ জন।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত ৮০৫ জন। মৃত ১৯ জন। এখনও পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০,৯৯৮ জন, মৃত ১,৮২৯ জন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link