ঘুরে দাঁড়াচ্ছে বাংলা! গত একদিনেও দৈনিক করোনাজয়ীর সংখ্যা ৪ হাজারের ওপরেই
করোনা আতঙ্কের মধ্যেও কিছুটা স্বস্তি। কদিন ধরেই করোনাজয়ীয় সংখ্যা ৪ হাজারের নীচে নামছে না রাজ্য়ে। গত ২৪ ঘণ্টাতেও রাজ্য়ে সুস্থ হয়েছেন ৪,৩৯৬ জন। সবেমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ৩,৬৭,৮৫০। সুস্থতার হার ৮৯.৮৯ শতাংশ।
গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯০৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ৪,০৯,২২১ জন।
কয়েক দিন ধরেই দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০ এর নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হলেন ৫৬ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারালেন ৭,৩৫০ জন।
উত্সবে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়তে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এছর দুর্গাপুজো হয়েছে নমো নমো করে। তার পরেও দক্ষিণবঙ্গের ২ জেলায় সংক্রমণ কমার কোনাও লক্ষণ নেই। বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮৬১ জন। মৃত্যু হল ১৩ জনের। সবেমিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনার শিকার হলেন ২,৩৩৬ জন।
অন্যদিকে, এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩,৮৬১ জন। মৃত্যু হয়েছে ১৬৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত ৮৫২ জন, মৃত ১৪ জন।