জেনে নিন শিশুদের জন্য কতটা ক্ষতিকর Singapore COVID স্ট্রেন
কোনও কোনও সমীক্ষায় দেখা গিয়েছে, কোভিডের সিঙ্গাপুর ভাইরাসের জন্য শিশুদেকে নিয়ে উদ্বেগ বাড়ছে , এই ভাইরাসে ছোটদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের ক্ষেত্রে CORONA র আচরণ খানিকটা হলেও আলাদা। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিয়াল সিঙ্গাপুর ভাইরাসের ভয়াবহতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। করোনার তৃতীয় ঢেউ কি শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলতে পারে?
Singapore এ সেখানকার প্রশাসন সমস্ত স্কুল বন্ধ করে দেয়, শিশুরা সংক্রমিত হতে পারে এমন কিছু খোলা রাখেনি। যেখানে সারা বিশ্ব COVID এর দ্বিতীয় ঢেউ নিয়ে নাজেহাল সেখানে কোভিডের তৃতীয় ঢেউ সত্যি চিন্তার কারণ। আক্রান্ত হলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে শিশুদের?
শিশুদের ক্ষেত্রে উপসর্গ খুন কম। ভাইরাল লোডের ক্ষেত্রে সেই অর্থে কোনও তত্ত্ব সুপ্রতিষ্ঠিত নয়। শিশুদের বা অপ্রাপ্তবয়স্কদের উপসর্গ তুলনামূলকভাবে অনেক কম। বড়দের বেশিরভাগের ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকলেও শিশুদের ক্ষেত্রে ডায়ারিয়া, অল্প জ্বরের মতো উপসর্গ দেখা যাচ্ছে।
শিশুরাও সংক্রমণ ছড়ায়। উপসর্গবিহীন বা অল্প উপসর্গ থাকলে শিশুরাও ‘রিজারভয়ার’ হিসাবে কাজ করে, তাদের থেকে সংক্রমণ ছড়াতে পারে আর পাঁচজন পূর্ণ বয়স্ক মানুষের মতোই।
Singapore COVID B.1.617.2 এর উপযাতি ইতিমধ্যেই E484Q এবং L452R এ পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তিত ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যা WHO দ্বারা ঘোষিত।
কেন শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? বিশেজ্ঞদের মতামত অনুযায়ী ভাইরাসের সংক্রমণে এর শক্তি বাড়ে। তাই শিশুদের জন্য ভয় বাড়াচ্ছে করোনার এই স্ট্রেন।
করোনার ভ্যাকসিন এই ভাইরাসকে আটকাতে কতটা সক্ষম হবে তা এখনও পর্যন্ত প্রমাণিত নয়।