গত ২ সপ্তাহে অনেকটাই কমেছে করোনা হটস্পটের সংখ্যা, বাড়ছে সুস্থ হওয়ার হার
করোনা সংক্রমণ রোখার জন্য তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু তার মধ্যেই শনিবার লাফিয়ে বাড়ল করোনা রোগীর সংখ্যা। এদিন দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব মতো, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু সংখ্যা ৭১। সবেমিলিয়ে মৃত্যু হয়েছে মোট ১২২৩ জনের।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ২ সপ্তাহ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদে কড়া ভাবে লকডাউন পালন করা হবে।
এখনও পর্যন্ত দেশে ১০,০১৮ করোনা রোগী সুস্থ হয়েছেন। এই হার ২৬.৬৪ শতাংশ।
গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে করোনা হটস্পটের সংখ্যা ১৭০ থেকে কমে ১৩০ হয়েছে।