রাজ্যে ৪ লাখ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেল। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪,০১,৩৯৪।
গত কয়েকদিন ধরেই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে করোনাজয়ীর সংখ্যা। গত একদিন রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৯২৮ জন। সুস্থ হলেন ৪,৩৩৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৮৯.৪৬ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৫৯,০৭১ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,০৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫৮ জন। রাজ্যে এনিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ৭,২৩৫ জন।
আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। তার মধ্যেই আতঙ্ক বাড়াছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮৫১ জন, মৃত্যু হল ২০ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত হলেন ৮৩৬ জন, মৃত্যু হল ১৫ জনের।