রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ পার, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬ জনের
গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হলেন আরও ৩,১৪৩ জন। আর এর সঙ্গেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পার করল ৫ লাখের গন্ডি। ৬ ডিসেম্বর দেওয়া রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫,০২,৮৪০।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩,১৪৩ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৩,১৬৭ জন। অর্থাত্ সুস্থ রোগীর সংখ্যাই বেশি। এনিয়ে এখনও পর্য্ন্ত রাজ্যে করোনামুক্ত হলেন মোট ৪,৭০,২২৩ জন। সুস্থতার হার ৯৩.৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হলেন ৪৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারালেন ৮,৭২৩ জন।
গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮১৮ জন, মৃত্যু হল ১০ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,১১,৫৫৫। মোট মৃতের সংখ্যা ২৬৭৫ জন।
উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১,০৫,২২০ জন, মৃত্যু ২,০৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৭০ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।