দেশে প্রায় ৯১ লাখ করোনা আক্রান্ত, গতকাল মৃত্যু ৫০১ জনের
নিজস্ব প্রতিবেদন: শনিবারের চেয়ে রবিবার কমল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ প্রায় ৪৫ হাজারের বেশি। গত বেশ কিছু দিন ধরে ৫০ হাজারের কম রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত বৃহস্পতিবার সেই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছিল। দেশের মধ্যে কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবথেকে বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ২০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০.৯৫ লাখ অতিক্রম করল। তবে, বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে ভারত।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০১ জনের। দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২২৭ জনের। এর প্রায় ৪৬,৫৭৩ জন মহারাষ্ট্রে।
তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হয়েছেন ৮৫,২১,৬১৭ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২ জন।
৪,৫২,৭৭০ জন করোনা আক্রান্ত নিয়ে দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৩৯ জন। গতকাল সুস্থ হয়েছেন ৩৭৯৪ জন। মৃত্যু ৫৩ জনের।