দেশের ৩০ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবেন, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
খুব শীঘ্রই দেশে করোনা ভ্যাকসিন এসে যাবে। দেশের ৩০ কোটি মানুষ ওই ভ্যাকসিন পাবেন। শনিবার এক মন্ত্রিগোষ্ঠির বৈঠকে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষ বর্ধন।
শনিবারই দেশের করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি পার হয়েছে। এদিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ৬-৭ মাসের মধ্যে ওই ৩০ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
ভারতের বাজারে করোনা ভ্যাকসিন আসার সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠলেও হর্ষ বর্ধন বলেন, করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তাই সবার উচিত করোনা গাইডলাইন মেনে চলা। তবে ভারত খুব শীঘ্রই করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে চলছে।
হর্ষ বর্ধন এদিন বলেন, দেশের করোনা সংক্রমণের হার ২ শতাংশ কমেছে। মৃত্যুর হার কমেছে ১.৪৫ শতাংশ।
হর্ষ বর্ধন এদিন আরও বলেন, দেশের করোনা রোগী সুস্থ হওয়ার হার ৯৫.৪৬ শতাংশ। করোনা পজিটিভ হওয়ার হার কমছে ৬.২৫ শতাংশ।