কলকাতায় কমছে না সংক্রমণের গতি, গত একদিনে বাংলায় করোনার শিকার ৬২

Thu, 15 Oct 2020-10:22 pm,

সংক্রমণের দৌড়ে বেশিরভাগ সময় রাজ্যে এগিয়েই থেকেছে কলকাতা। কখনও  কখনও উত্তর ২৪ পরগনা করোনা সংক্রমণের গতিতে কলকাতাকে পেছনে ফেলে দিলেও ফের এগিয়েছে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এনিয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৭,৪৬৬। বলছে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান।

অন্যদিকে উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৩৯২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

 

অন্যান্য জেলার মধ্যে হাওড়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১,৫৩২ জন। হুগলিতে আক্রান্ত ১৫,২৬৫ জন, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ১২,৭৮০ জন।

 

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৯,৪১৭ জন। তবে সুস্থ হয়েছেন ২,৭১,৫৬৩ জন। সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ।

 

রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকার ৫,৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। মৃত্যু সবচেয়ে বেশি কলকাতায়। এখনও পর্যন্ত তা গিয়ে হয়েছে ১,৯৪৩।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link