লকডাউন করে রোখা কঠিন; ১ মাসের মধ্যেই সর্বোচ্চ গতি নেবে Covid সংক্রমণ, জানাল সমীক্ষা
দেশজুড়ে নতুন করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্য়া। কোনও কোনও মহল থেকে নতুন ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়াকে করোনার দ্বিতীয় ওয়েভ বলেও মনে করা হচ্ছে। কিন্তু এই প্রবণতা চলবে কতদিন?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক সমীক্ষা অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ধরলে এই দ্বিতীয় ওয়েভ চলবে টানা ১০০ দিন। এই সংক্রমণের তীব্রতা সর্বোচ্চ সীমায় পৌঁছবে এপ্রিল থেকে মে পর্যন্ত।
ওই সমীক্ষা অনুযায়ী, ২৩ মার্চ পর্যন্ত সংক্রমণের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে মে পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ২৫ লাখ ছুঁয়ে ফেলতে পারে।
কীভাবে এই ধাক্কা রোখা যাবে? সমীক্ষায় বলা হয়েছে তৃণমূল পর্যায়ে কড়াকড়ি ও লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। বরং ভ্য়াকসিনই একমাত্র উপায়।
সমীক্ষা রিপোর্ট বলা হয়েছে ভ্যাকসিন দেওয়ার গতি বাড়াতে হবে। বর্তমানে রোজ ৩৪ লাখ লোককে করোনা ভ্য়াকসিন দেওয়া হচ্ছে। ওই সংখ্যা দৈনিক ৪০-৪৫ লাখ করা হলেও দেশের সবাইকে ভ্যাকসিন দিতে সময়ে লাগবে এখনও ৪ মাস। এটাই আশঙ্কার।
উল্লেখ্য, আজ দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩,৪৭৬ জন। এখনও পর্য্নত এটি একটি রেকর্ড।