মানবিক! করোনা চিকিৎসায় নিজের হাসপাতাল দিয়ে দিলেন দ্রোগবা
দিদিয়ের দ্রোগবার মানবিক মুখ! নিজের হাসপাতাল করোনা চিকিৎসার জন্য দিয়ে দিলেন প্রাক্তন এই চেলসি তারকা।
গোটা বিশ্বে মারণ ভাইরাস থাবা বসিয়েছে। বাদ পড়েনি আফ্রিকা মহাদেশও। দ্রোগবার দেশে আক্রান্ত প্রায় ৬০০ জন। প্রাণ হারিয়েছেন পাঁচজন।
এই অবস্থায় আইভরি কোস্টের সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকা ফুটবলার দ্রোগবা। নিজের হাসপাতালে চিকিৎসার জন্য দিয়ে দিলেন আইভরি কোস্টের প্রাক্তন ফুটবলার।
আফ্রিকার মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশেই ২০১৬ সালে হাসপাতাল তৈরি করেন তিনি। জাতীয় দলে নিজের প্রাক্তন সতীর্থ লরেন্ট পোকো-র নামে নিজের হাসপাতালের নামকরণ করেন দ্রোগবা। কেননা সেই বছরই প্রাণ হারিয়েছিলেন পোকো।
এবার সেই হাসপাতালই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।