দেশে করোনা মুক্ত হওয়ার হার ৩৫ শতাংশ, মৃত্যু ৩.২ শতাংশ
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,০০০ পার করেছে। এর মধ্যে দেশে সক্রিয় আক্রান্ত ৫৩,০৩৫। সুস্থ হয়য়েছেন ৩০,১৫২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২,৭৫২ জনের।
এদিকে, গত কয়েক সপ্তাহের পরিসংখ্যার বিশ্লেষণ করলে দেখা যাবে দেশে করোনা রোগীর সুস্থ হওয়ার হার ৩৫.০৮৬ শতাংশ।
অন্যদিকে, এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যুর হার ৩.২ শতাংশ।
ভারতের করোনা রোগীর মৃত্যুর হার গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হারের অর্ধেকেরও কম।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,০৮,৬৪৫ জনের। শতাংশের হিসেবে তা ৬.৬।