করোনা মোকাবিলায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক ক্রিকেটার

Mon, 27 Apr 2020-12:34 pm,

এর আগে একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। কোনও রাখঢাক না করেই তিনি বলেন, যতদিন মোদী ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনও উন্নতি সম্ভব হবে না।

শাহিদ আফ্রিদির অন্য পথে হাঁটলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন তিনি।

মারণ ভাইরাসের প্রকোপ রুখতে ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। প্রশাসনের নির্দেশ মেনে এককাট্টা হয়ে লড়াই চালাচ্ছে গোটা দেশ।  আর সেই কারণেই বিশ্বের অন্যতম জনবহুল দেশে করোনার সংক্রমণ তুলনামূলকভাবে কম বলেই মনে করেছন শোয়েব। আর এই সবের জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেছেন।

 

শোয়েব আখতার মোদী সম্পর্কে বলেন,"মোদীর বড় সিদ্ধান্ত লকডাউন কার্যকর করা। খারাপ সময়ে এটা খুব দরকার ছিল।"

পাশাপাশি করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভারত-পাকিস্তান প্রদর্শনী ক্রিকেট ম্যাচ করার ব্যাপারে সরব হন। কারণ ভারত সরকার অনুমতি না দিলে এই সিরিজ আর এগোনো সম্ভব নয়। এর আগেও করোনা তহবিল গড়তে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link