দেশে করোনায় মৃতের সংখ্যা ৭৪,০০০ ছুঁইছুঁই, আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ পার

Wed, 09 Sep 2020-12:38 pm,

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় করোনা আক্রান্তের ৬১ শতাংশই পাঁচ রাজ্যের। এক্ষত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এছাড়াও অন্যান্য রাজ্যেও করোনার প্রকোপ উদ্বেগের।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৯,৭০৬ জন।

বুধবারের হিসেব ধরলে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৩.৭০ লাখে। এর মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮,৯৭,৩৯৪। মৃতের সংখ্যা ৭৩,৮৯০।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৩,৭০,১২৯ হলেও সুস্থ হয়েছেন ৩৩,৯৮,৮৪৫ জন। ফলে আশা জাগাচ্ছে এই সংখ্যা।

এখনো পর্যন্ত শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৯.৪৩ লাখ  মানুষ। এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখনও পর্য্নত আক্রান্ত হয়েছেন ৫,১৭,০৯৪ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪,৭৪,৯৪০।

কর্ণাটকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪,১২,১৯০। তবে সুস্থ হয়েছেন ৩,০৮,৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৬,৬৮০ জনের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link