কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার পার, মৃতের সংখ্যাতেও শীর্ষে মহানগর
করোনা সংক্রমণে এগিয়েই রইল কলকাতা। মৃত্যুর সংখ্যাও বেশি কলকাতাতেই। এখনও পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১,৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫ জনের।
এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০,১২৭। গত একদিন আক্রান্ত ৫১৪ জন।
কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮১ জনের। আক্রান্ত ৪৫,১৯২ জন।
হাওড়ায় এখনও পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৯৭ জন। আক্রান্ত ১৬,৪৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হলেন ৩,১৭৭ জন, মৃত্যু হল ৬১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৫,১৩৭ জন। রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ পার করে গেলেও সুস্থ হওয়ার সংখ্যাও চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১,৯৫,৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৯৫৮ জন। শতাংশের হিসেবে এই হার ৮৭.০৫।