চিনের পর স্পেনকেও ছাপিয়ে গেল ভারত, গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড আক্রান্ত প্রায় ১০ হাজার
নিজস্ব প্রতিবেদন: চিনকে আগেই ছাপিয়ে গিয়েছিল ভারত। এবার করোনায় আক্রান্তের দিক থেকে স্পেনকে ছাড়িয়ে গেল দেশ। এমনটাই প্রকাশিত হয়েছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাঁদের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৬ হাজারের আশেপাশে। আর স্পেনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৩১০। এমন তথ্যই মিলেছে উইকিপিডিয়া থেকে। গত ২৪ ঘন্টায় ভারতে সর্বোচ্চ ৯ হাজার ৯৭১ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে ওই সংবাদ সংস্থার তরফে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ৬ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী,ভারতে এই মুহুর্তে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার ৯৪২। ভারতে করোনার বলি ৬ হাজার ৬৪২। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৪ হাজার ৭২ জন। সুস্থ হওয়ার দিক দিয়ে পিছিয়ে থাকলেও স্পেনের তুলনায় ভারতে মৃত্যু অনেকাংশেই কম। স্পেনে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫০ হাজার ৩৭৬।
দেশের নিরিখে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রতে। এখনও সবচেয়ে বেশি মৃত্যুর খবরও মিলেছে এই ঠাকরে রাজ্য থেকেই। এরাজ্যে নোভেল হানায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৪৯। মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রর পরেই স্থান গুজরাটের। সেরাজ্যে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১ হাজার ১৯০ জনের।
তবে আক্রান্তর পরিসংখ্যানে মহারাষ্ট্র পরে তামিলনাড়ু ও দিল্লি তারপর গুজরাট। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ২৮ হাজার ৬৪৯। মৃত ২৩২। দিল্লিতে ২৬ হাজার ৩৩৪। মৃত ৭০৮ জন।
অ্যাইমস (AIIMS) ডিরেক্টর রণদীপ গুলেরিয়া অবশ্য এখনও বলছেন দেশ জুড়ে গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি। তবে এমনিতেই রোজ যেভাবে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে সেখানে যদি গোষ্ঠী সংক্রমণ হয়ে যায় তাহলে ভারতের কী অবস্থা হবে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে।