রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনাজয়ীরা

Sat, 31 Oct 2020-9:33 pm,

আতঙ্ক বাড়িয়েই চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৯৩১ জন। মৃত্যু হল ১৬ জনের। সবেমিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হলেন মোট ৮১,২৮৮ জন। মৃত্যু হল ২,২০৬ জনের।

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি সমান ভয়াবহ। সেখানেও গত ২৪ ঘণ্টায় করোন আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এনিয়ে এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ৭৬,২২৯ জন। করোনার শিকার মোট ১,৫৭৫ জন।

গত ২০ অক্টোবর থেকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৪ হাজারের ওপরে। দশমীর পর দিন থেকে তা ৪ হাজারের নীচে নেমেছে এবং সেই প্রবণতা বজায় রয়েছে। 

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৯৩। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ৩,৭৩,৬৬৪ জন।

অন্যদিকে, রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩,২৯,৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪,০৪৯ জন। অর্থাত্ গত এক দিনে সুস্থ হওয়ার সংখ্য়া ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যাকে।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার শিকার হলেন ৫৭ জন। সবেমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল ৬,৮৪১ জন। পাশাপাশি সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমলো ১১৩ জন।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link