EPL 2019-20: করোনার থাবায় আরও পিছল প্রিমিয়ার লিগ
ইউরোপ জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে হু হু করে। বাইরে নয় ইংল্যান্ডও। প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের সমস্ত ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হল।
করোনাভাইরাসের কারণে প্রথমে ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত ছিল। এখন ৩০ এপ্রিল পর্যন্ত ইপিএল স্থগিত হয়ে গেল।
ফলে স্বাভাবিকভাবেই উঠে আসছে এই প্রশ্ন আদৌ কি শেষ করা যাবে এবারের মরশুম?
ইউরো কাপ এবছর না হওয়ায় অবশ্য একটা সুবিধে পাচ্ছে ইউরোপের সমস্ত ঘরোয়া টুর্নামেন্টগুলো শেষ করার।
২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে লিভারপুল। খেতাব জয় তাদের খালি সময়ের অপেক্ষা। ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে অ্যানফিল্ডের।