ধীরে ধীরে করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতছেন চিকিত্সকরা, বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। কিন্তু সামগ্রিক ভাবে এই ভাইরাসের প্রকোপ ক্রমশ কমছে গোটা বিশ্বে। দেখে নিন গোটা বিশ্বের নিরিখে করোনাভাইরাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান...
এ পর্যন্ত গোটা বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ২২০ জন। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।
এ পর্যন্ত ১৯,১০১ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস (মোট আক্রান্তের ৪.৪৬ শতাংশ)। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।
এই মূহূর্তে করোনাভাইরাসের আক্রান্ত চিকিত্সাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৮৭৮ জন (মোট আক্রান্তের ৭০ শতাংশ)। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।
করোনাভাইরাসের আক্রান্ত চিকিত্সাধীন ২ লক্ষ ৯৯ হাজার ৮৭৮ জন রোগীর মধ্যে ২ লক্ষ ৮৬ হাজার ৭৪৯ জনের সংক্রমণ তেমন গুরুতর নয়। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।
করোনাভাইরাসের আক্রান্ত চিকিত্সাধীন ২ লক্ষ ৯৯ হাজার ৮৭৮ জন রোগীর মধ্যে ১৩,১২৯ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক (মোট আক্রান্তের ৩.০৬ শতাংশ)। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।
এ পর্যন্ত গোটা বিশ্বে মোট ১ লক্ষ ৯ হাজার ২৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন (মোট আক্রান্তের ২৫.৫১ শতাংশ)। তথ্যসূত্র: পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’।