দেশের ৫ মহানগরের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, সতর্ক করল কেন্দ্র

Mon, 20 Apr 2020-3:46 pm,

মুম্বই, পুনে, ইন্দোর, জয়পুর ও কলকাতার করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জানিয়ে দিল কেন্দ্র। লকডাউন ঠিকমতো না মানার ফলে এইসব এলাকায় সংক্রমণ দ্রুত বাড়ছে।

কলকাতা ছাড়াও কেন্দ্রের তালিকায় রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযাগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

দেশে ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। আক্রান্ত ১৭,২৬৫।

শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২০৩-এ। এর মধ্য মৃত্যু হয়েছে ২০৩ জনের। মধ্যপ্রদেশে আক্রান্ত ১৪০৭। মৃত ৭০ জন।

পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৩৯, মৃত্যু হয়েছে ১২ জনের।রাজস্থানে ১৪৭৮ জনের করোনা ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৪ জনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link