এই প্রথম এক দিনে আক্রান্ত ৫০ হাজার পার, সুস্থ হয়েছেন ৩২ হাজার রোগী
ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫২,১২৩। এখনও পর্যন্ত একদিনে এটাই করোনার গ্রাফে সবচেয়ে বড় 'স্পাইক।'
পাল্লায় দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭৭৫ জন। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৩২,৫৫৩ জন।
এখনও পর্যন্ত দেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ১৫,৮৩,৭৯২। এর মধ্যে বর্তমানে চিকিত্সাধীনের সংখ্যাটা ৫,২৮,২৪২। সুস্থ হয়ে করোনাকে হারিয়েছেন ১০,২০,৫৮২ জন। সুস্থতার হার ৬৪.৪৪ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪,৯৬৮ জন।
করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।