Covid Symptoms: কোভিডের কোন কোন লক্ষণ আরোগ্যের পরেও দীর্ঘদিন ধরে ভোগাতে থাকে?

Soumitra Sen Mon, 06 Jun 2022-1:16 pm,

কোভিড আক্রান্ত রোগীরা সাধারণত কয়েক সপ্তাহের বিশ্রামের পরেই মোটামুটি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু রোগ ছেড়ে গেলেও রোগের দুর্বহ ক্ষত তাঁদের ছেড়ে যায় না। নানারকম শারীরিক সমস্যা তাঁদের তাড়া করে ফেরে। মার্কিন দেশের 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন'-এর মতে কোভিড সংক্রমণের অন্ততপক্ষে চার সপ্তাহ পর থেকেই আসলে পোস্ট-কোভিড সমস্যাগুলি মাথা চাড়া দেয়। 

ক্লান্তি কোভিড-উত্তর পর্বে সব চেয়ে বড় সঙ্কট। এটা দীর্ঘদিন ধরে কুরে কুরে খায় কোভিড রোগীকে। 

রিসার্চ বলছে, কোভিডের পরে ঘুমের কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই ব্যাহত হয়।  মানে, ঘুমের দফারফা হয়ে যায়। ঘুম আবার যথাযথ ট্র্যাকে ফিরতে সময় নেয়। 

শ্বাসকষ্ট একটা বড় সঙ্কট। কোভিড থেকে সেরে ওঠা রোগী এই সঙ্কট থেকে চট করে মুক্তি পান না। 

মানুষ আজকাল সব সময়ই টেনশনে ও উদ্বেগে ভোগেন।  তবে কোভিড থেকে সেরে ওঠা রোগী এ সংক্রান্ত অতিরিক্ত সঙ্কটে পড়েন। তাঁদের ক্ষেত্রে এটা প্রায় চিরস্থায়ী হয়ে যায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link