বিমান সফরে এবার বাড়ছে খরচ, ১ জুন থেকে ঘরোয়া উড়ানে গুনতে হবে বেশি ভাড়া

Sat, 29 May 2021-4:41 pm,

এবার দাম বাড়ছে বিমানের টিকিটের। তবে তা অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে। এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।  আগামী ১ জুন থেকে চালু হচ্ছে নতুন ভাড়া। টিকিটের দাম বাড়ছে ১৩-১৫ শতাংশ।

DGCA-এর নির্দেশিকা অনুযায়ী ৪০ মিনিটের কম সময়ের উড়ানে টিকিটের দাম ১৩ শতাংশ বেড়ে ২৩০০ থেকে বেড়ে ২৬০০ টাকা হবে।  সঙ্গে যোগ হবে কর।

অন্তর্দেশীয় উড়ানে ৪০ থেকে ৬০ মিনিটের উড়ানে ন্যুনতম ভাড়া হবে ৩৩০০ টাকা। আগে ওই ভাড়া ২৯০০ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্র।

 

দেশে ৬০-৯০ মিনিটের উড়ানের ক্ষেত্রে ভাড়া হবে ৪০০০ টাকা। ৯০-১২০ মিনিটের উড়ানের ক্ষেত্রে ভাড়া হবে ৪৭০০ টাকা। ১৫০-১৮০ মিনিটের উড়ানে ভাড়া হবে ৬,১০০ টাকা এবং ১৮০-২১০ মিনিটের উড়ানের নতুন ভাড়া হবে ৭,৪০০ টাকা।

কেন বাড়ছে ভাড়া? অসামারিক বিমান পরিবহণের যুক্তি, করোনা পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কমেছে, দেশের অধিকাংশ বিমান পরিবহণ সংস্থা লোকসানে চলছে এবং যাত্রী পরিবহণও পঞ্চাশ শতাংশ করে দেওয়া হচ্ছে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link