`ফুলশয্যার ভিডিও তুলে দিন, ১৮ লাখ টাকা নিয়ে যান`
ফুলশয্যার ভিডিও তুলে দেওয়ার জন্য ভিডিওগ্রাফার খুঁজছে এক দম্পতি।
ইংল্যান্ডের বাসিন্দা ওই যুগল সেপ্টেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছে।
যুগলের ইচ্ছা, তাঁদের ওয়েডিং সেক্স-এর ভিডিও তুলে রাখা।
এইজন্য গাঁটের কড়ি খসাতেও প্রস্তুত তাঁরা।
যুগল জানিয়েছে, ওয়েডিং সেক্স-এ ভিডিও তুলে দেওয়ার জন্য তাঁরা ১৮ লাখ টাকা বরাদ্দ করেছে।
আগ্রহী ভিডিওগ্রাফারদের অবিলম্বে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফুলশয্যার রাত, যেটা দুজন মানুষের খুবই ব্যক্তিগত মুহূর্ত, তার ভিডিওগ্রাফি? তাজ্জব হয়েছেন অনেকেই।
কিন্তু যুগলের দাবি, তাঁদের বিশেষ দিনের দিন-রাতের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করতে চান তাঁরা।