রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত, বাড়ল একদিনে মৃতের সংখ্যাও
নিজস্ব প্রতিবেদন : ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে প্রতিদিন যেন রেকর্ড ভাঙার 'খেলা' খেলছে করোনা। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন।
এরফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৯,৮১৯।
পাশাপাশি, একদিনের নিরিখে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এরফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯।
রিপোর্ট বলছে, হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,০৮৩ জন। তবে আক্রান্ত ও মৃতের হার বাড়লেও ডিসচার্জ রেট ৬৫.৭৮ শতাংশ, কার্যত অপরিবর্তিত আছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জন মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৩,০৩৭ জন করোনা জয় করে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরে গিয়েছেন।