কেমন আছেন করোনা আক্রান্ত অমিতাভ-অভিষেক, কী বলছেন চিকিতসকরা
শনিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পিতা-পুত্র। অন্যদিকে অমিতাভ-অভিষেকের পর ঐশ্বর্য এবং আরাধ্যাও করোনায় আক্রান্ত হন। রাই এবং বচ্চন বাড়ির খুদে সদস্য জলসাতেই রয়েছেন। বাড়িতে থেকেই তাঁদের চিকিতসা করানো হচ্ছে বলে খবর
অমিতাভদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই প্রায় গোটা দেশ জুড়ে প্রার্থনা শুরু হয়ে যায়। সেলেব থেকে সাধারণ মানুষ প্রত্যেকে বিগ বি-দের আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেন
অমিতাভ এবং অভিষেকের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তবে তাঁরা ভাল আছেন বলে খবর হাসপাতাল সূত্রে। রিপোর্টে প্রকাশ, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনেই ভাল আছেন। খাওয়াদাওয়া ঠিকভাবে করছেন তাঁরা। তাঁদের নিয়ে কোনওরকম আতঙ্ক হওয়ার কারণ এখনও পর্যন্ত নেই বলে হাসপাতাল সূত্র খবর
পাশাপাশি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের অবস্থা স্থিতিশীল বলে তাঁদেরকে সাধারণ খাবারদাবারই দেওয়া হচ্ছে বলেও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের স্থিতিশীল হওয়ার খবর স্বস্তি দেয় বিগ বি-র অগণিত ভক্তদের
অমিতাভদের পজিটিভ হওয়ার পাশাপাশি জলসার ৫৪ জন তাঁদের সংস্পর্শ আসেন বলে খবর পাওয়া যায়। যার মধ্যে ২৮ জনকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টিন করা হয়। পাশাপাশি করোনা পরীক্ষাও করানো হয়। এরপর সোমবার জানা যায়, জলসার ২৬ জন কর্মী নেগেটিভ। কোভিডে আক্রান্ত হননি তাঁরা
অন্যদিকে ঐশ্বর্য এবং আরাধ্যারও কোনও উপসর্গ নেই। ফলে তাঁরা ভাল আছেন বলেই খবর পাওয়া যায়।