করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে ২ দিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন
নিজস্ব প্রতিবেদন : সপ্তাহে ২ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। একইসঙ্গে এদিন নবান্নের তরফে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার (1800313444222, 03323412600), টেলিফোনে ওষুধ পাওয়ার জন্য 03323576001 এবং অ্যাম্বুল্যান্সের জন্য 03340902929- নাম্বারগুলি ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি গভীর সংকটজনক। রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
তাই অবিলম্বে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে হবে। উল্লেখ্য, রবিবার একদিনে এরাজ্যে করোনায় আক্রান্ত হন ২,২৭৮ জন।
এরপরই আজ লকডাউন আরও কঠোর করার সিদ্ধান্ত নবান্নের। আরও কঠোর লকডাউন মেনে চলতে হবে। স্পষ্ট ঘোষণা স্বরাষ্ট্রসচিবের।