Covid Lockdown | Moon: করোনাকালে ঘরবন্দি মানুষ...প্রভাব পড়েছিল চাঁদেও! যা কল্পনারও অতীত...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড অতিমারী রুখতে বিশ্বজুড়ে ঘরবন্দি ছিল মানুষ।
আর সেই প্রভাব পড়ল চাঁদেও! 'ঠান্ডা' হল চাঁদ। এমনটাই বলছে গবেষকরা।
সমীক্ষা বলছে, ৮ থেকে ১০ কেলভিন তাপমাত্রা পতন হয় চন্দ্রপৃষ্ঠের।
২০২০ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলে কঠোর লকডাউন।
আর সেই সময়কালেই এই পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কার্যকলাপ কম থাকাতেই পৃথিবীপৃষ্ঠের বিকিরণ কম হয়।
যে কারণে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার পতন হয়।