গত ২৪ ঘণ্টায় কোন জেলায় কত কোভিড আক্রান্ত? কলকাতাকে ছাড়াল উত্তর ২৪ পরগনা
নিজস্ব প্রতিবেদন: আবারও তিন হাজারের উপরে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ হয়েছেন ৩১৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১,২৫,৯২২। বর্তমানে চিকিৎসাধীন ২৭,৬৯৬ জন।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৮৩। ৭৪৭ জন আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়।
কোন জেলায় কত মাস্ক ও পিপিই কিট দেওয়া হয়েছে।
কোথায় কত নমুনা পরীক্ষা হচ্ছে তার বিবরণ।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৭৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা করোনা থেকে সুস্থ হতে পারছেন না।
পিপিই কিট, হ্যান্ড স্যানিটাইজার, এন-৯৫ মাস্কের পরিসংখ্যান দিয়েছে রাজ্য সরকার।