Covid Vaccine : ৫-১১ বছরের শিশুদের জন্য ৯১ শতাংশ কার্যকরী Pfizer-এর টিকা

Sat, 23 Oct 2021-3:45 pm,

নিজস্ব প্রতিবেদন : শিশুদের করোনা টিকাকরণ নিয়ে আশার আলো। Pfizer-BioNTech এর কোভিড ভ্যাকসিন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের উপর দারুণভাবে কার্যকারী।

এমনটাই জানাচ্ছে FDA। মার্কিন সংস্থার মতে, এই টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের উপর ৯০.৭ শতাংশ অর্থাত্ প্রায় ৯১ শতাংশ কার্যকরী। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। এর মানে এই টিকা প্রদানে শিশুদের কোনও অসুবিধা হবে না।  

মোট ২,২৬৮ জনকে এই টিকা দেওয়া হয়েছিল। যারমধ্যে মাত্র ১৯ জন টিকাকরণের পর করোনায় আক্রান্ত হয়েছে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। 

এমনকি এই টিকাকরণের ফলে শিশুদের হার্টে কোনও অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা। ক্লিনিক্যাল ট্রায়ালে প্রত্যেক শিশুকেই ১০ মাইক্রোগ্রাম ভ্যাকসিনের ২টো করে শট দেওয়া হয়।  

 

ইতিমধ্যেই এই টিকা সংক্রান্ত সকল নথিপত্র FDA-এর কাছে জমা দিয়েছে Pfizer। এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য এই টিকাকরণের ছাড়পত্র দেওয়া হবে কিনা, সেটাই বিবেচনা করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ১৬ এবং তার ঊর্ধ্বের ক্ষেত্রে Pfizer-এর টিকাকে সম্পূর্ণরূপে ছাড়পত্র দিয়েছে FDA। ন্যূনতম ১২ বছরেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এই টিকা দেওয়া যাবে বলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link