ভারতে রেকর্ড সংখ্যক মিউটেশন কোভিডের নয়া XBB.1.16 ভ্যারিয়ান্টের!

Sat, 08 Apr 2023-1:24 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। এরমধ্যেই নয়া কোভিড ভ্যারিয়ান্ট XBB.1.16 নিয়ে সামনে এল নয়া তথ্য। 

বিশেষজ্ঞরা বলছেন, এরমধ্যেই বহু বার মিউটেট করেছে নয়া এই কোভিড ভ্যারিয়ান্ট। শুধুমাত্র ভারতেই ১১৩ বার মিউটেশন রেকর্ড হয়েছে। যার মধ্যে বেশিটাই গুজরাট ও মহারাষ্ট্রে। 

অফশুট সাবটাইপের মধ্যে যেমন পাওয়া গিয়েছে XXB.1.16.1 সাব-ভ্যারিয়ান্টটি। তবে INSACOG পোর্টাল এখনও এই সাব-ভ্যারিয়ান্টটিকে তালিকাভুক্ত করেনি।

প্রসঙ্গত XBB ওমিক্রনেরই সাবলিনিয়েজ। ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়ান্টের মধ্যে এটি-ই সবচেয়ে বেশি পাওয়া যায়। 

প্রসঙ্গত, গত ১৫  মাসে ওমিক্রনের নতুন ৪০০ সাব ভ্যারিয়ান্ট ভারতে পাওয়া গিয়েছে। যারমধ্যে ৯০ শতাংশ-ই XBB।

 

এখন নয়া XBB.1.16 ভ্যারিয়ান্টের সংক্রমণের উপসর্গগুলি হল জ্বর, সর্দি, কাশি, হাঁচি পড়া, মাথা ব্যথা, গায়ে ব্যথা। কখনও কখনও পেটে ব্যথা ও ডায়েরিয়া। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link