ফের Covishield-র দুটি ডোজের মধ্যবর্তী সময়সীমা বদল করা হল, জেনে নিন বিশদে

Wed, 09 Jun 2021-3:33 pm,

নিজস্ব প্রতিবেদন:   গোটা দেশ জুড়ে চলছে  ভ্যাকসিন পর্ব। স্বাস্থ্য মন্ত্রক আরও একবার ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যবর্তী সময়সীমা বদলের জন্য প্রস্তাব রেখেছে। গ্যাপ বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার পর কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সেই গ্যাপ কম করার কথা মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। এক্ষেত্রে ২৮ দিনের মাথায় পরবর্তী ডোজ নিতে পারবেন । যাঁরা আন্তর্জাতিক ভ্রমণ করবেন তাঁদের জন্য এই নয়া গাইডলাইন। 

যাঁরা ভারত থেকে বাইরে যাচ্ছেন, তাঁদের জন্যই এই বদল। নতুন নিয়মে অপেক্ষা করতে হবে না ১২ থেকে ১৬ সপ্তাহ। ২৮ দিনের মাথাতেই নেওয়া যাবে ভ্যাকসিন। 

যাঁদের বাইরে যাওয়ার সময় চলে আসছে, বা আগে থেকে টিকিট কাটা রয়েছে, এদিকে ভ্যাকসিনের মাত্র একটা ডোজ নিতে পেরেছেন, সেক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পর শরীরে যে যে সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যাগুলি ফিরে আসতে পারে। 

পড়ুয়া, খেলোয়াড়দের বিদেশযাত্রায় পাসপোর্টের (Passport) সঙ্গে টিকাকরণের সার্টিফিকেটও (Vaccination Certificate) লিঙ্ক করা থাকতে হবে। সোমবার কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া এই নির্দেশিকা (SOP)। ৩১ অগস্ট পর্যন্ত যাঁরা বিদেশযাত্রা করবেন তাঁদের ক্ষেত্রে লাগু হবে নয়া নিয়ম।কেন্দ্রের নতুন নির্দেশিকায় এও বলা হয়েছে, বিদেশযাত্রার ক্ষেত্রে ২৮ দিনের ব্যবধানেই নেওয়া যাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (2nd dose)।

কোভিশিল্ড (Covishield) নিলে কোভ্যাক্সিনের (Covaxin) তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি , এমনই চাঞ্চল্যকর তথ্য দেখা গিয়েছে নতুন গবেষণায়, দাবি একদল গবেষকের। দেখা গিয়েছে, কো-ভিশিল্ডের প্রথম ডোজই মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার শক্তিশালী করে তুলছে। তাই দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে। একসঙ্গে দুটি ডোজ শরীরের অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর প্রধান ডাঃ বলরাম ভর্বাভা জানিয়েছেন, কোভিশিল্ডের প্রথম ডোজ হওয়ার পরে ইমিউনিটি অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তিন মাসের ব্যবধানে পরবর্তী ডোজ নিলে সবচেয়ে ভাল ফলাফল দেবে। 

কিন্তু এখন প্রশ্ন যাঁরা ২৮ দিনের মাথায় কোভিশিল্ড নেবে তাঁদের ক্ষেত্রে কী হবে?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link