CPI(M): যাদবপুরে মার্ক্সীয় সাহিত্যের বুকস্টলে তিন দিনে বিক্রি ১ লক্ষ টাকার বই
যাদবপুরের মার্ক্সীয় সাহিত্যের বুকস্টলে ঘুরে গেলেন CPI(M) এর রাজ্য সম্পাদক। ঘুরে দেখলেন স্টল এবং বই। কথা বললেন স্টলে থাকা সাধারণ মানুষ এবং স্থানীয় নেতৃত্বের সাথে।
যাদবপুরের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী এসেছিলেন বুকস্টলে। তিনিও ঘুরে দেখলেন বুকস্টলের আয়োজন। কথা বললেন সাধারন মানুষের সাথে।
একই দিনে এই বুকস্টলে আসেন প্রাক্তন ছাত্র নেতা এবং কসবা বিধানসভায় CPI(M) প্রার্থী শতরূপ ঘোষ। সকলের সঙ্গে তিনি ঘুরে দেখেন স্টল। তাকে ঘিরে এলাকার তরুণদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
ব্যস্ততার মাঝেই সময় করে বুকস্টলে আসেন রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। তাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মত। চায়ের আড্ডার ফাঁকে ছবি তোলার আবদার মেটালেন হাসি মুখেই।
বেশ কিছুদিনের কর্মযজ্ঞের পরে বুকস্টল শুরু হওয়ার পরে সকলের গলায় উচ্ছাসের সুর। একসাথে ছবি তুললেন তরুণ কর্মীরা।
৯ তারিখে বুকস্টলের উদ্বোধনে এসেছিলেন চিত্র পরিচালক এবং ডাক্তার কমলেশ্বর মুখার্জি। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের দিনেই স্টলে এসেছিলেন আরেক বাম নেতা রবিন দেব। সকলের সাথেই তিনিও ঘুরে দেখেন দেখেন স্টল।
মার্ক্সীয় সাহিত্যের স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবদূত ঘোষ। যাদবপুরের পাশের বিধানসভা কেন্দ্র টালিগঞ্জে CPI(M) এর প্রার্থী ছিলেন তিনি। দুই হেভিওয়েট নেতা, তৃণমূলের (TMC) অরূপ বিশ্বাস এবং বিজেপির (BJP) বাবুল সুপ্রিয়র সাথে লড়াই করে তৃতীয় স্থানে নির্বাচন শেষ করেন তিনি।