CPM Book Stall: যাদবপুরের বুকস্টলে অবিক্রিত বেশকিছু বই, পাড়ায় ঘুরে বিক্রি করলেন সিপিএম কর্মীরা
এবার পুজোয় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বুকস্টল খুলেছিল সিপিএম। প্রতি বছরের মতো এবার সেইসব বুকস্টল থেকে বিক্রি হয়েছে বহু বই। তবে অবিক্রিতও থেকে যায় অনেক।
-তথ্য-মৌমিতা চক্রবর্তী
যাদবপুর একাকার বিভিন্ন জায়গায় পাশাপাশি এইট বি বাসস্ট্যান্ডে খোলা হয়েছিল এরকমই একটি বুকস্টল। সেই স্টলে কিছু বই অবিক্রিত থেকে যায়। শনিবার সেইসব বই নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়লেন সিপিএম কর্মীরা।
-তথ্য-মৌমিতা চক্রবর্তী
বিদ্যাসাগর, রামগড় অঞ্চলে ওইসব বই ভ্যানে চাপিয়ে পাড়ায় পাড়ায় ঘুরলেন সিপিএম কর্মীরা। প্রচুর মানুষ এমন প্রচেষ্টা দেখে এগিয়ে এলেন, বই নেড়েচেড়ে দেখলেন, কিনলেনও প্রচুর। অনেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরবও হলেন।
-তথ্য-মৌমিতা চক্রবর্তী
যাদবপুরের স্টলগুলি পুজোর ৪ দিনে রেকর্ড গড়ে ফেলেছে। পুজোর এই চার দিনে ওই স্টল থেকে বই বিক্রি হয়েছে ৪ লাখ ৮৪ হাজার টাকার। এখনওপর্যন্ত এটি একটি রেকর্ড।
-তথ্য-মৌমিতা চক্রবর্তী
চতুর্থীর দিন যাদবপুরের ৮বি এলাকায় সিপিএমের বই বিপনির উদ্বোধন করেন বিমান বসু। তারপর থেকে দশমী পর্যন্ত সেখানে ৪ লাখ টাকারও বেশি বই বিক্রি হয়েছে বলে খবর। এছাড়া বিদ্যাসাগর কলোনী, শ্রী কলোনী-সহ অন্যন্য স্টলগুলি থেকে যে বই বিক্রি হয়েছে তা পাঁচ লাখ টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
-তথ্য-মৌমিতা চক্রবর্তী