ক্রিকেটাররা যখন রাজনীতির ময়দানে

Mon, 25 Mar 2019-7:14 pm,

সম্প্রতি বিজেপিতে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর  

পাকিস্তানের খ্যাতিনামা ক্রিকেটার ইমরান খান নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তৈরি করে রাজনীতিত প্রবেশ করেন। সম্প্রতি সে দেশের সাধারণ নির্বাচনে বিপুল জয়লাভ পেয়ে প্রধানমন্ত্রী হন।

২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন।

প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার সনত্ জয়সূর্যও রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী হন।

প্রাক্তন ক্রিকেটার নভজোত্ সিং সিধু এখন কংগ্রেসের বিধায়ক ২০১৪ সালে বিজেপির টিকিটে জিতেও ছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন অধিনায় অর্জুন রণতুঙ্গা রাজনীতিতে প্রবেশ করে সাংসদ এবং মন্ত্রী হয়েছেন।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলে অন্যতম সৈনিক কীর্তি আজ়াদ বিহারের দারভাঙ্গা থেকে বিজেপি টিকিটে জিতে সাংসদ হন। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন।

আওয়ামী লিগের হয়ে দাঁড়িয়ে জয়ী হন বাংলাদেশি ক্রিকেটার মাশরফি মোর্তাজা।

সুনীল গাভাস্করের অন্যতম জুটি চেতন চৌহান বিজেপির টিকিটে সাংসদ হন।

২০১৪ সালে উত্তর প্রদেশের ফুলপুর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে দাঁড়ান প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

মনসুর আলি খান পতৌদি- কংগ্রেসের টিকিটে লড়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক পতৌদি। ১৯৯১ সালে ভোপাল থেকে লড়ে গোহারা হেরেছিলেন পতৌদি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link