Cristiano Ronaldo 900 Goals: বাপ রে বাপ! রোনাল্ডো একাই ৯০০, কোথায় কত গোল কিংবদন্তির?
কিছুদিন আগের কথা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ইউটিউব চ্যানেলের পডকাস্টে রিয়ো ফার্দিনান্দকে ডেকেছিলেন। প্রাক্তন ম্য়ান-ইউ সতীর্থকে সাফ বলে দিয়েছিলেন যে, তিনি দ্রুত ৯০০ গোল করবেন। এমনকী ১০০০ গোলও করবেন। তিনি এই মাইলস্টোন স্পর্শ করার স্বপ্নেই মাঠে নামেন। কথা দিয়ে কথা রাখলেন রোনাল্ডো। প্রথম মাইলস্টোন স্পর্শ করে ফেললেন পর্তুগিত জাদুকর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোল (দেশ ও ক্লাব মিলিয়ে) করার নজির গড়লেন তিনি। বলাই বাহুল্য় ফুটবল গ্রহের প্রথম বাসিন্দা হিসেবে বিরল রেকর্ড করলেন তিনি। রোনাল্ডোর পরেই রয়েছেল লিয়োনেল মেসি। তাঁর গোলসংখ্য়া ৮৪২!
উয়েফা নেশনস লিগে রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হয়েছিল লুকা মদরিচদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। লিসবনের দ্য় এস্তাদিয়ো দা লুজ তৈরিই ছিল ভূমিপুত্রের ঐতিহাসিক গোল উদযাপনের জন্য়। পর্তুগিজরা ২-১ গোলে ক্রোটদের হারিয়েছে। দিয়েগো ডালোট খেলার ৭ মিনিটেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। এরপর ৩৪ মিনিটে রোনাল্ডো লিখে ফেলেন ইতিহাস। দূর থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়িয়ে ছিলেন নুনো মেন্দেস। বলের ওপর তীক্ষ্ণ নজর রেখেছিলেন সিআর সেভেন। ট্যাপ-ইন ভলিতে ঠিকানা খুঁজে নেন তিনি। এরপরই গোটা মাঠ সেলিব্রেশন শুরু করে দেয় রোনাল্ডোর নামে জয়ধ্বনি দিয়ে। ম্য়াচে ডালোট শুধু গোলই করেননি, প্রতিপক্ষকে গোল উপহারও দিয়েছেন। ৪১ মিনিটে তিনি আত্মঘাতী গোল করে বসেন। রোনাল্ডো দেশের জার্সিতে করে ফেললেন ১৩১ গোল।
'এই ৯০০ গোল আমার কাছে অনেক কিছু। বহুদিন ধরেই এই মাইলফলকে চোখ ছিল আমার। জানতাম ঠিক একদিন এখানে পৌঁছতে পারবই। কারণ খেলা চালিয়ে গেলে স্বাভাবিকভাবেই এটা হবে জানতাম। গোলের পর খুব আবেগি হয়ে পড়েছিলাম। অনেকের কাছে এটি আর পাঁচটি মাইলফলক মনে হতে পারে। শুধু আমি জানি আর আমার আশেপাশের মানুষগুরা জানে যে, ৯০০ গোল করতে প্রতিদিন কী শারীরিক ও মানসিকভাবে পরিশ্রম করতে হয়েছে। আমার কেরিয়ারের অন্য়তম সেরা কৃতিত্ব এটা।'
স্পোর্টিং লিসবনে রোনাল্ডো করেছেন ৫ গোল। শৈশবের ক্লাবও এই স্পোর্টিং সিপি। জানা যায় সিআর সেভেন তাঁর কেরিয়ার শেষ করতে চান এই ক্লাবের হয়ে খেলেই।
স্পোর্টিং লিসবন ছেড়ে রোনাল্ডো চলে এসেছিলেন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে। ২০০৩-২০০৯ ও ২০২১-২২ মরসুমে এই ক্লাবে খেলেছেন। করেছেন মোট ১৪৫ গোল
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের জার্সিতে ৪৫০ গোল করেছেন তিনি। আজ পর্যন্ত ওই ক্লাবের জার্সিতে কেউ এত গোল করতে পারেননি।
ইতালিতে গিয়েও রোনাল্ডো গোল করা থেকে দূরে থাকেননি। ২০১৮-২০২১ পর্যন্ত জুভেন্তাসের হয়ে খেলে করেছেন ১০১ গোল।
ইউরোপিয়ান ফুটবলের বৃত্ত সম্পূর্ণ করে রোনাল্ডো চলে এসেছেন আল-নাসেরে। সৌদির এই ক্লাবের হয়ে তিনি ২০২৩ থেকে খেলছেন। করে ফেলেছেন ৬৮ গোল