Cristiano Ronaldo: জোড়া গোলেই `দ্বিতীয় অভিষেক` স্মরণীয় করলেন রোনাল্ডো

Sat, 11 Sep 2021-11:21 pm,

নিজস্ব প্রতিবেদন: বিরতির কিছুক্ষণ আগে একটা, আর একটা দ্বিতীয়ার্ধে। ওল্ড ট্র্যাফোর্ডে 'দ্বিতীয় অভিষেকে' জোড়া গোল করলেন রোনাল্ডো।  নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারাল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড।

পরতে পরতে নাটকীয়তা, দীর্ঘ টানাপোড়েন। দলবদলের  শেষদিনে জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেছেন রোনাল্ডো। রেড ডেভিলসদের হয়ে অনুশীলনও শুরু দিয়েছেন অনুশীলনও। 

নিউক্যাসলের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন তো? জল্পনার অবসান ঘটল ম্যাচের এক ঘণ্টা আগে। ম্যান ইউ-র  টিম লিস্টে জ্বলজ্বল করছে রোনাল্ডোর নাম। 

ম্যাচ শুরুতেই হতে পুরনো ক্লাবে চেনা ছন্দেই দেখা গেল সিআর সেভেন-কে। প্রথমার্ধের শুরুতেই সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারলেন না।  কাঙ্ক্ষিত গোল এল বিরতির কিছুক্ষণ আগে।

 দূর থেকে শট নিয়েছিলেন ম্যাসন গ্রিনউড। কোনওমতে বল ক্লিয়ার করেছিলেন গোলকিপার। ফিরতি বলে পা ছুঁইয়ে গোল করলেন রোনাল্ডো।

দ্বিতীয়ার্ধে সেই গোল অবশ্য শোধ করে নিউক্যালস। কিছুক্ষণ ফের দ্বিতীয় গোল ম্যান ইউ-র।  ডান পায়ে বল ধরে বাঁ পায়ের গড়ানো শটে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। বাকি দুটি গোল করলেন ব্রুনো ফের্নান্দেস ও জেসে লিনগার্ড।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link